September 30, 2020

ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা এবার মিরর নিউজে

এবার থেকে সকাল টাই হয়ে উঠুক অন্যরকম।  ঠাকুর শ্রী রামকৃষ্ণের পবিত্র কথামৃত শোনা যাবে মিরর নিউজের ফেসবুক পেজে।

Posted by Mirrornews on Sunday, 14 June 2020

শুধু মাত্র কথামৃত পাঠ নয়, সংগে থাকবে ভক্তিগীতিও। প্রতিদিন মিরর নিউজের পেজ থেকে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার শুরু হয়েছে সোমবার থেকে।

প্রতিদিনের সাংসারিক ব্যস্ততা,  সামাজিক চাপ এর মধ্যে থেকে মনুষ্য জীবন কিছুটা আনন্দ চায়। ঠাকুর এর সেই অমৃত কথা এনে দেবে শান্ত,,  সুখ আর জীবন বোধের সহজ সরল তথ্য তালাশ।

 

PAYTM

GOOGLE PAY