July 10, 2020

MIRROR NEWS

re-flexion of truth

আসানসোলের আসবাবপত্রের দোকানে বিধ্বংসী আগুন


 আসানসোলের একটি আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন।সোমবার রাতে আগুন লাগে গুদামে।সুত্রের খবর, যার জেরে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

দমকলের প্রাথমিক অনুমান,শট-সার্কিট থেকে আগুন লেগেছে।রাতের বেলা গুদাম ফাঁকা থাকায় কারও শারীরিক ক্ষতি হয়নি।ঘটনাস্থলে আসে দমকলের বেশ কিছু ইঞ্জিন।

দমকল বাহিনীর এক কর্মী এবিষয়ে বলেন, “ফোনে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ এখানে পৌছাই। আগুন আপাতত নিয়ন্ত্রনে এসেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদ্যুতিক কোনও গন্ডগোলের ফলেই এই আগুন লেগেছ। তবে এর ফলে কেউ আহত হননি”।

 

PAYTM

GOOGLE PAY