July 11, 2020

MIRROR NEWS

re-flexion of truth

ফের ভুমিকম্প ভু-স্বর্গে

 মঙ্গলবার ফের ভু-কম্পে কেঁপে উঠলো ভূস্বর্গে।এদিন সকাল  ৮ টা বেজে ৫৬ মিনিটে কম্পন অনুভুত হয় কাশ্মীরে ।রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ছিল ৪.০।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, জম্মু কাশ্মীরের কাটরা থেকে ৮৪ কিলোমিটার পূর্বে হল এই কম্পনের উৎসস্থল। 

এর আগে শনিবার সেন্ট্রাল টেরিটরির হানলে থেকে ৩২২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় প্লেট উত্তর দিকে ক্রমশ এগোচ্ছে। যার ফলে বারংবার দেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তবে এর ফলে চিন্তিত বিশেষজ্ঞরা। 

আশঙ্কা এই সম্প্রসারণের ফলে এক ভায়াবহ ভূমিকম্প ভারতে হতে চলেছে ভবিষ্যতে।রয়েছে সুনামির সতর্কতা।

PAYTM

GOOGLE PAY