August 6, 2020

MIRROR NEWS

re-flexion of truth

কাশিপুরে গ্রেফতার অটো ড্রাইভার

অনিকেত দেবনাথঃ  অটো দৌরাত্বে বহুবার বহু আন্দোলনেও কোনও কাজ যে হয়নি তা আরও একবার প্রমাণ হল মঙ্গলবার।

মঙ্গলবার কাশিপুর থানার পুলিশ, আলি ইমান হুসেন নামের এক অটো ড্রাইভারকে আটক করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ সে  এক মহিলার সাথে অপব্যবহার করেছে।

কাশিপুর ৪ নং বাসস্টপ থেকে অটোতে ওঠেন অভিযোগকারী মহিলা।

খুব শীঘ্রই ওই মহিলার সাথে ঝামেলা বাঁধে অটোচালকের।

অটোচালক অতিরিক্ত ভাড়া দাবি করলে ওই মহিলা তার প্রতিবাদ করে।

অটোতে একজন পুলিশ অফিসারও ছিলেন।

কিছুক্ষণের মধ্যেই অফিসারের সাথেও অপব্যবহার শুরু করে হুসেন।

অভিযোগ হঠাৎ করেই হুসেন অটো বন্ধ করে দেয়।

তারপর পুলিশ ও মহিলাকে নিয়ে অটো ঘুরিয়ে কাশিপুরের দিকে চলতে শুরু করে।

ভাড়া বেশি না দিলে তাদের কাশিপুরেই নামিয়ে দেবে বলে ঝামেলা করতে শুরু করে হুসেন।

সে তার মুখের মাস্ক খুলে ফেলে তাদের হুমকি দিতে থাকে।

মহিলা সাথে সাথে কাশিপুর থানায় ফোন করে।

কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌছায়।

হুসেন পরে ক্ষমা চায়।

কিন্তু মহিলা অভিযোগ করে ক্ষমা চাওয়ার দৃশ্যের ভিডিও করতে চেয়েছিলেন তিনি।

কিন্তু অটো ইউনিয়ন থেকে তাকে তা করতে বাঁধা দেওয়া হয়েছে।

PAYTM

GOOGLE PAY