August 6, 2020

MIRROR NEWS

re-flexion of truth

ভারতীয় পড়ুয়াদের সামনে এফ-১ ভিসা সমস্যা

সুরজিৎ দাস: আমেরিকায় পঠনরত ভারতীয় পড়ুয়াদের কাছে এল নতুন সমস্যা।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিকার পরেই সমস্যায় পড়তে চলেছে একটা বড়ো অংশের ভারতীয় পড়ুয়া।

ট্রাম্প প্রশাসনের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত কোর্স অনলাইনে পড়ানো হবে, সেই সমস্ত কোর্সে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা আর এফ-১ ভিসা পাবেন না।

এ ছাড়া ইতোমধ্যে যে সমস্ত পড়ুয়া ইতোমধ্যে এফ-১ ভিসা পেয়েছেন তাঁদেরকে দেশে ঢুকতে দেওয়া হবে না।

মার্কিন প্রশাসনের নয়া ভিসা নীতিতে ইতিমধ্যে আতঙ্কে ভুগছেন সে দেশে বসবাসকারী ভিন দেশের পড়ুয়ারা।

কোনও মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কোর্স অনলাইনে পরিবর্তিত করলে ওই সমস্ত কোর্সে পাঠরত বিদেশিদের দেশে ফিরে যেতে হবে।

তা না হলে মার্কিন অভিভাসন দফতর তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বড় সংখ্যক ভারতীয় পড়াশোনা করতে যান।

ট্রাম্প প্রশাসনের নয়া ভিসা নীতিতে তাঁরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন এটা বলাই যায়।

PAYTM

GOOGLE PAY