August 6, 2020

MIRROR NEWS

re-flexion of truth

চিন থেকে দুরত্ব তৈরি করছে টিকটক

 কুনাল বোস : ১৫ জুন উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চিন সীমান্ত ।

চিনা সেনাদের সাথে সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হন।

সেই ঘটনার পর ভারতের প্রথম পদক্ষেপ ছিল চিনা অ্যাপে নিষেধাজ্ঞা ।

টিকটকসহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে।

এবার দেখা যাচ্ছে টিকটক ই নাকি জন্মদাতা চিনের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করছে ।

ভারতে ব্যানের জেরে প্রায় ৪,৪৫০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করেছে বাইট ডান্স ।

এটি হল  যে সংস্থার অধীনে রয়েছে টিকটক ।

টিকটক ব্যান হয়ে যাওয়ার ফলে বাইট ডান্স এর ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে যায় ।

বিশেষজ্ঞরা বলেছেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতে ৬১১ মিলিয়ন বা টিকটক ডাউনলোড করা হয়েছিল ।

বাকি যে অ্যাপ গুলি ভারতে ব্যানের মুখে পড়েছে, সেগুলির সম্মিলিত লোকসানের থেকেও বাইট ডান্স বেশি ক্ষতির মুখে পড়েছে ।

নিজেদের ক্ষতি কমাতে তাই এবার মরিয়া হয়ে চিনা সরকারের থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার পথে টিকটক ।

PAYTM

GOOGLE PAY