
কুনাল বোসঃ প্রথম উরানেই ব্যর্থ চিনের কুয়াংঝু-১১ রকেট।
ঝিনহুয়া নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী শুক্রবার চিনের কুয়াংঝু-১১ রকেট প্রথম উড়ানেই ব্যর্থ হয়ে যায় ।
সূত্রের মাধ্যমে জানা যায়,
রকেটটি উত্তর-পশ্চিম চীনের ঝিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রাত ১২:১৭ মিনিটে ছাড়া হয় রকেটটি।
কিন্তু দুর্ভাগ্যবশত সেটি প্রথম উড়ানেই ব্যর্থ হয়ে যায় ।
চিনা অর্থে ‘কুয়াংঝু’ মানে – ‘দ্রুত জাহাজ’ ।
যেটি কমদামের জ্বালানি ব্যবহার করার কারণে উড়ানে ব্যর্থ হয় বলে জানান চীনা বিজ্ঞানীরা ।
রকেটটি ৭০.৮ টনের ।
রকেটটি তৈরি করা হয়েছে পৃথিবী এবং সূর্যকে প্রদক্ষিণ করার জন্য।
ঠিক কী কারণে ব্যর্থ হলো রকেটটি উড়ানে তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।
More Stories
ফের তালিবান হামলায় নিহত আফগান সেনা
বাইডেনের শপথ গ্রহন অনুষ্ঠানে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প
মার্কিন ক্যাপিটাল ভবনে হামলা ট্রাম্প সমর্থকদের