August 6, 2020

MIRROR NEWS

re-flexion of truth

পাকিস্তানের পাঞ্জাবে স্মার্ট লকডাউন

সাধনা মিস্ত্রীঃ বঙ্গে আক্রান্তের সংখ্যা মোট ২৫,৯১১ জন।

পিছিয়ে নেই পাকিস্তানও।

দ্যা নিউজ ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী,

পাঞ্জাব সরকার বৃহস্পতিবার রাত থেকে ১৫ দিনের জন্য প্রদেশের সাতটি শহরে স্মার্ট লকডাউন কার্যকর করেছে।

পাকিস্তানি স্বাস্থ্যসেনা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়,

বৃহস্পতিবার থেকে ২৪ জুলাই মধ্যরাত পর্যন্ত লাহোর, মুলতান, ফয়সালাবাদ, গুজরাওয়ালা, শিয়ালকোট, গুজরাট ও রাওয়ালপিন্ডিতে লকডাউন জারি হয়েছে।

লাহোরে,এ2 ব্লক টাউনশিপ, ইএমই সোসাইটি, মেইন বাজার চুঙ্গি আমর সাধু, পাঞ্জাব গভর্নমেন্ট সার্ভেন্টস আবাসন প্রকল্প, ওয়াপদা টাউন, সি-ব্লক জওহর টাউন এবং গ্রিন সিটিতে এই লকডাউন কার্যকর করা হবে।

নিত্যপ্রয়োজনীয় সমস্ত কিছু এই স্মার্ট লকডাউন অঞ্চলে উপলব্ধ থাকবে ।

স্বাস্থ্য বিভাগের সচিব ক্যাপ্টেন  মুহাম্মদ উসমানের মতে,

” স্মার্ট লকডাউনের উদ্দেশ্য হ’ল পজিটিভ করোনভাইরাস সক্রমন হটস্পট এলাকাগুলিতে মানুষের চলাচল কমিয়ে আনা,”।

দেশে গত ২৪ ঘণ্টায় ২,৭৫৫১ নতুন করে কোভিড -১৯-এ আক্রান্ত হয়েছেন।

যা শুক্রবারে ২৪৩,৫৯৯-এ এসে দাঁড়িয়েছে।

প্রদেশ ভিত্তিক অনুযায়ী পাঞ্জাবের ৮৫,২২১।

সিন্ধে ১০০,৯০০।

খাইবার পাখতুনখোয়াতে ২৯,৪০99।

বেলুচিস্তানে ১১,০৯৯।

ইসলামাবাদে ১৩,৮৯৯।

গিলগিত-বালতিস্তানে ১,6৯৯ এবং পাকিস্তান-অধীনস্ত কাশ্মীরে ১,৪৮৫ টি করোনা সংক্রমণের খবর মিলেছে।

যদিও পাকিস্তানের উদ্ধৃত তথ্যানুসারে ভাইরাসজনিত কারণে মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টার মধ্যে আরও ৭৫৫ জন।

এখনও পর্যন্ত সে দেশে মোট ৫,০৫৪ জনের মৃত্যু হয়েছে।

 

PAYTM

GOOGLE PAY