August 6, 2020

MIRROR NEWS

re-flexion of truth

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা

ইন্দিরা মন্ডলঃ চিনের উহান শহরে আবির্ভূত করোনা ভাইরাসে দক্ষিণ আফ্রিকাতে ২,৫০,০০০ এরও বেশী করোনা আক্রান্ত হয়েছে।

দক্ষিন আফ্রিকার কোভিড -১৯-এ সংক্রামিত সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫০ থেকে ৬৬ শতাংশ উপসর্গহীন।

অনেকগুলি সংক্রমণ শনাক্ত করা যায় না বলে দাবি করেছেন একজন স্বাস্থ্য কর্মকর্তা।

দক্ষিণ আফ্রিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ট্রায়াল বিভাগের শীর্ষস্থানীয় অধ্যাপক ডাঃ শাবির মাহদী বলেছিলেন,

” কোভিড -১৯ সংখ্যার বেশিরভাগই নজরে আসছে না।”

শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহদী বলেন,

“বেশি সংখ্যক অ্যাসিম্পটোমেটিক কেস ভ্যাকসিন পরীক্ষায় অসুবিধা সৃষ্টি করছে।”

”এই মুহূর্তে কোভিড -১৯ এর জন্য (বিশ্বজুড়ে) প্রায় ২০০ টি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে, আমরা এটা দেখিয়ে সফল হতে পারি যে মানব গবেষণায় যে ২০ টি ভ্যাকসিন রয়েছে”

 

PAYTM

GOOGLE PAY