August 12, 2020

MIRROR NEWS

re-flexion of truth

আইডিতে করোনা সংক্রামিত ২৫ স্বাস্থ্যকর্মী

মেঘা চক্রবর্ত্তী: বেলেঘাটা আইডি র নার্সিং স্টুডেন্টসহ কর্মরত ২৫ স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। 

হাসপাতালের আধিকারীকরা জানান,

তাদের মধ্যেও বেশির ভাগের মধ্যেই কোনো প্রকট লক্ষন দেখা যায়নি।

তারা আপাতত হোম আইসোলেশনে রয়েছে।

তাদের মধ্যে অল্প কিছু জন এখন হাসপাতালে ভর্তি আছেন।

তাদের অবস্থাও স্থিতিশীল।

আইডি হাসপাতালে এই প্রথম একসাথে এতজন স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে নার্স, প্যাথলজি বিভাগের কর্মী,ফার্মাসিস্ট এবং গ্রুপ ডি কর্মীরাও রয়েছেন।

জানা যায় তারা সবাই করোনা আক্রান্তদের চিকিৎসায় এবং শুশ্রুষায় নিযুক্ত ছিলেন।

আইডি তে বর্তমানে ১০০ জনেরও বেশি রোগীর চিকিৎসা চলছে কোভিড ওয়ার্ড গুলিতে।

PAYTM

GOOGLE PAY