August 11, 2020

MIRROR NEWS

re-flexion of truth

অমর সিংহের মৃত্যুতে শোক প্রকাশ অনিল কাপুরের

তৃপ্তি চৌধুরী : শনিবার সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা অনিল কাপুর।

তিনি বলেছেন,

‘দোস্তন কা দোস্ত’।

প্রয়াত রাজনীতিবিদ কে তিনি টুইটারে ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

‘মালাং’ অভিনেতা তাকে এমন একজনের কথা মনে করে দিয়েছিলেন যিনি সিনেমা এবং সঙ্গীত দুটোই পছন্দ করতেন।

অভিনেতা অনিল কাপুর টুইটারে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

এছাড়া তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি এ ও লিখেছেন,

“অমর সিং জি সত্যিই দোস্ত ছিলেন।

চলচ্চিত্র প্রতি বিশেষ আগ্রহী ছিলেন এবং সত্যিই তিনি অমর হয়ে থাকবেন”।

প্রসঙ্গত, রাজ্যসভার সদস্য ছিলেন অমর সিং ।

তিনি বেশ কয়েক মাস ধরে শারীরিক অবনতির কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

PAYTM

GOOGLE PAY