August 11, 2020

MIRROR NEWS

re-flexion of truth

ধারাকে বাগে পেতে চিন!

মেঘা চক্রবর্ত্তী: মানবসভ্যতার উপযোগী হতে নদীর মত বন্য ও বিপজ্জনক প্রাকৃতিক শক্তিকে আয়ত্তে আনা প্রয়োজন।

এই উপলব্ধির ভিত্তিতেই এক নতুন পদক্ষেপ নেয় বেজিং সরকার।

মেকং নদীর উপর এক বাধ নির্মাণ করেছে বেজিং সরকার।

যা প্রভাব ফেলছে লাওস,কম্বোডিয়া,ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মত দেশগুলির খাদ্য এবং অর্থনৈতিক সুরক্ষার ওপর।

মেকং বেসিনে ক্ষতিকারক বন্যা বা কোনো দুর্ঘটনার ইতিহাস না থাকা সত্বেও নির্মিত হয়েছে এই বাধটি।

গবেষণায় জানানো হয়েছে ,

বর্ষার সময়ে এই বাধে উপকার হবে মেকং এর।

খরা পরিস্থিতিতে মেকং বেসিন এ নির্মিত এই নতুন রিজার্রভার গুলি উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।

PAYTM

GOOGLE PAY