August 12, 2020

MIRROR NEWS

re-flexion of truth

রাশিয়াতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

কুনাল বোস : শেষ ২৪ ঘন্টায় রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫,৪৬২ জন ।

শনিবার রাশিয়ায় মোট করোনা সংক্রমণের সংখ্যা ছুঁল ৮৪৫,৪৪৩ ।

রাশিয়ার করোনা ভাইরাস রেসপন্স সেন্টারের একটি নির্দেশিকা অনুযায়ী,

“শেষ ২৪ ঘন্টায়য় রাশিয়ায় ৮৩ টি অঞ্চলের মোট ৫,৪৬২ জন করোনায় সংক্রমিত হয়েছেন ।”

”যার মধ্যে ১,৩৫৬ জনের রিপোর্ট পজিটিভ” ।

মস্কোয় শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯০ জন ।

রাশিয়ার মধ্যে মস্কো শহরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ।

অন্যদিকে, সভারডলভসক অঞ্চলে করোনায় সংক্রমিত হয়েছেন ২০২ জন।

খান্তি মন্সী অটোনমাস অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১৭০ জন ।

শেষ ২৪ ঘন্টার নিরিখে রাশিয়ায় ৯৫ জনের মৃত্যু হয়েছে ।

মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪,০৫৮ ।

৮,৭৫৫ জন করোনা রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে ।

রাশিয়ায় মোট করোনা রোগীর সুস্থতার সংখ্যা হল ৬৩৮,৪১০ জন ।

PAYTM

GOOGLE PAY