August 11, 2020

MIRROR NEWS

re-flexion of truth

ফের দৈনিক সংক্রমণের রেকর্ড দেশে!

মেঘা চক্রবর্ত্তী: করোনা সংক্রমণে ফের রেকর্ড দেশে।

গত ২৪ ঘন্টায় নতুন ৫৭,১১৭টি কোভিড কেস ধড়া পড়েছে ভারতে।

দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬,৯৫,৯৮৮ টি।

বর্তমানে দেশে ৫,৬৫,১০৩টি সক্রিয় কেস রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৬৪ জনের।

এই নিয়ে দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৬,৫১১তে।

দেশের মৃত্যুহার এখন ২.১৫ শতাংশ।

প্রথম লকডাউন থেকে এই হার সর্বনিম্ন।

জুন এর মাঝামাঝি এই হার ছিল ৩.৩৩শতাংশ।

এর মধ্যেই শনিবার করোনা মুক্ত হয়েছেন ৩৬,৫৬৯জন।

দেশের মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এখন ১০,৯৪,৩৭৪ জন।

ভারতে সুস্থতার হার ৬৪.৫৩ শতাংশে পৌঁছেছে।

বর্তমানে দেশের কোভিড মুক্ত ও সক্রিয় কেস সংখ্যার মধ্যে অন্তর রয়েছে ৫,২৯,২৭১ এ।

PAYTM

GOOGLE PAY