September 29, 2020

এইচডিএফসি ব্যাঙ্কের নতুন ম্যানেজার

সুরজিৎ দাস : রিজার্ভ ব্যাঙ্ক ও ইন্ডিয়ার অ্যাপ্রুভালে এইচডিএফসি ব্যাঙ্কের নতুন ম্যানেজারের পদে বসতে চলেছেন শশীধর জগদীশন।

তবে এখনই নিয়োগ হচ্ছেন না জগদীশন।

আগামী ২৭ অক্টোবর থেকে তিনি পাকাপাকি ভাবে এই পদে বসবেন বলে জানা যাচ্ছে।

ব্যাঙ্কিং দুনিয়ার আইকনিক পার্সোনালিটি আদিত্য পুরী যিনি এতোদিন এই পদে ছিলেন এইবছর অবসর নেবেন।

তার জায়গা তেই আসছেন জগদীশন।

এই খবর পেয়ে আদিত্য পুরী নিজেই শুভেচ্ছা জানান জগদীশন কে।

তিনি লেখেন,

জগদীশনের নেতৃত্ব এই এইচডিএফসি ব্যাঙ্ক নতুন সাফল্য অর্জন করবেন।

এর পাশাপাশি তিনি জগদীশনের দক্ষতার প্রশংসা ও করেন।

PAYTM

GOOGLE PAY