September 29, 2020

ব্লু স্টারের লোকসান ১৯.৬ কোটি টাকা

 

তৃপ্তি চৌধুরী : এয়ার কন্ডিশনার ও বাণিজ্যিক রেফ্রিজারেশনের প্রধান ব্লু স্টারের এই বছর ক্ষতি হয়েছে ১৯.৬ কোটি টাকা।

বৃহস্পতিবার এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

কোভিড ১৯ মহামারীর কারণে এই বছর অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।

যার ফলস্বরূপ ক্রমশ বাড়ছে লোকসানের হার।

গত বছর এই সময়ে আয়ের পরিমাণ ছিল ১৫৭৫ কোটি যা এই বছরে ৬২৬ কোটি হয়ে দাঁড়িয়েছে।

সম্ভাব্য রাজস্ব হ্রাস এবং মূলধনকে সামঞ্জস্য রেখে ব্যয়কে হ্রাস করা হবে এমনটাই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভীর এস অ্যাডওয়ানি।

PAYTM

GOOGLE PAY