September 29, 2020

এমএসএমই লোন পরিকাঠামোকে অভিনন্দন বিশেষজ্ঞদের

সৈকত মজুমদারঃ বৃহস্পতিবার প্রকাশ করা রিজার্ভ ব্যঙ্কের নতুন পরিকল্পনাকে স্বাগতম জানালো স্টক বিশেষজ্ঞরা।

এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য বিষয় এমএসআই লোন এবং মুদ্রাস্ফীতির সময় রেপো হারের অপরিবর্তিত।

এফআইসিসিআই প্রেসিডেন্ট সঙ্গীতা রেড্ডী বললেন,

লকডাউন পরিস্থিতি খাবার ও নানা প্রয়োজনীয়তার উৎপাদনের ঘাটতি ও বেকারত্বের লড়াইতে এই ব্যবস্থাপনা সহায়ক হতে পারে।

সিআইআই প্রেসিডেন্ট উদয় কোটাক বলেন সমগ্র শিল্প ব্যবস্থা রিজার্ভ ব্যঙ্কের এই সিদ্ধান্তে অনেক উৎসাহিত।

এমএসএমই এর পুনর্গঠন লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কোম্পানি কে নানা দিক থেকে উঠে দাঁড়াতে সাহায্য করবে।

PAYTM

GOOGLE PAY