September 29, 2020

রাতভর চুরিতে শিকাগোয় আটক ১০০

কুনাল বোস : রাতভর ধরে শিকাগোয় লুটপাট। 

ঘটনায় ১০০ জন দুষ্কৃতীকে পুলিশ আটক করে এবং ১২ জন পুলিশ কর্মী আহত হয় ।

সোমবার এমনটাই জানান শিকাগোর পুলিশ সুপারিনটেনডেন্ট ডেভিড ব্রাউন ।

সোমবার মধ্যরাত থেকে শিকাগোর শহরের বিভিন্ন দোকানে লুটপাট করা শুরু হয় ।

পুলিশ জানিয়েছে, কোনো বড় ক্ষতির সমস্যার মুখে পড়তে হয়নি দোকানদারদের ।

এখনও পর্যন্ত মোট ১৩ জন পুলিশ কর্মী আহত হন ।

আটক ১০০ জনকে আপাতত জিজ্ঞাসাবাদ করা চলছে ।

PAYTM

GOOGLE PAY