September 29, 2020

হোয়াইট হাউসের সামনে চললো গুলি! নিরাপদে ট্রাম্প

সুরজিৎ দাস : প্রতিদিনের মতো এইদিনও হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ প্রতিনিধি দের সাথে আলোচনায় বসেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হঠাৎ করেই হোয়াইট হাউসের কাছেই গুলি চলতে শুরু করে যার ফলে খালি করে দেওয়া হয় ব্রিফিং রুম ও সিকরেট সার্ভিস টিমের তত্ত্বাবধানে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রাম্প ফের আসেন ও ব্রিফিং সম্পন্ন করেন।

এই ঘটনায় সিকরেট সার্ভিস টিমের প্রশংসা করে ট্রাম্প জানা “ওরা খুব ভালো কাজ করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে ওদের জন্য।”

যদিও গুলি চালানোর প্রসঙ্গে কিচ্ছু বলেন নি ট্রাম্প পরবর্তী ব্রিফিং এ এই প্রসঙ্গে তিনি আলোকপাত করবেন বলে জানা যাচ্ছে।

PAYTM

GOOGLE PAY