September 29, 2020

করোনার হানা রজস্থান রয়েলস শিবিরে

সৈকত মজুমদারঃ আইপিএল শুরু হওয়ার আগেই ধাক্কা খেল রাজস্থান রয়েলস।

বুধবার সকালের দিকে দলের ফ্র‍্যাঞ্চাইসি প্রধান মিডিয়ার কাছে সুনিশ্চিত করে করোনা সংক্রমিত হয়েছেন তাদের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক।

তিনি তার স্টেটমেন্টে বলেন তারা মুম্বাই এয়ারপোর্টে দুবাই যাওয়ার জন্য আগাম সমাবেশের কথা মাথায় রেখে আগে থাকতেই জানিয়ে রাখতে চায় তাদের ফিল্ডিং কোচ করোনা সংক্রমিত হয়েছেন।

বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী দিশান্ত ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকবেন যেখানে তার দুটি টেস্ট করা হবে।

যদি সে টেস্ট নেগেটিভ আসে তবে পুনরায় ৬দিন আইসোলেশনে থাকার পর আবার একটি টেস্ট করা হবে, যার রিপোর্টে নেগেটিভ আসলে তবেই সে দলের সাথে যোগদান করবে।

PAYTM

GOOGLE PAY