আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছেন অভিষেক ব্যানার্জি।
আরে না না, এই অভিষেক তৃণমূল যুব সভাপতি অভিষেক নয়।
ইনি হলেন কংগ্রেসের এক প্রার্থী।
বাম-কংগ্রেস-আইএসএফয়ের সংযুক্ত মোর্চায় কংগ্রেস পেয়েছে ৯২ টি আসন।
কংগ্রেস প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কিছু দিন আগেই।
সোমবার সেই তালিকা পূর্ণ করল কংগ্রেস।
পঞ্চম এবং ষষ্ঠ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল।
বাকি ছিল দুই কেন্দ্র, বিধাননগর এবং কাটোয়া।
পঞ্চম দফায় বিধাননগর কেন্দ্র থেকে লড়বেন অভিষেক ব্যানার্জি।
এবং ষষ্ঠ দফায় কাটোয়া থেকে লড়বেন প্রবীর গাঙ্গুলি।
কিন্তু দেখার বাকি যে ,এই সংযুক্ত মোর্চা জোট লড়তে কতটা সক্ষম বাকি দুই ফুলের মধ্যে।