Home HEADLINE STORY দিল্লিতে এলো ৭০টন অক্সিজেন

দিল্লিতে এলো ৭০টন অক্সিজেন

241
0

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গেই গোটা দেশে চলছে অক্সিজেনের হাহাকার।

দেশের প্রতিটি কোণায় অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে অক্সিজেন এক্সপ্রেস।

রেল সূত্রে খবর করোনা মোকাবিলার জন্য রবিবার রাতে ছত্তিশগড়ের রায়গড় জিন্দল অক্সিজেন প্ল্যান্ট থেকে ৭০ টন লিকুইড অক্সিজেন নিয়ে রওনা

হয় অক্সিজেন এক্সপ্রেস।

মঙ্গলবার সকালে সেই অক্সিজেন এক্সপ্রেস এসে পৌঁছল রাজধানীতে।

সেই অক্সিজেন দিল্লি সরকার ট্র্যাঙ্কারে করে পৌঁছে দেবে রাজধানীর বিভিন্নপ্রান্তের হাসপাতালগুলিতে।

ইতিমধ্যেই দিল্লির জয়পুরের এক বেসরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫জন রোগীর মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর রেখেছে কেজরি সরকার ।

তাই কেন্দ্র ও দিল্লি উভয়ই যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে পরিস্থিতি সামাল দিতে।