দেশের প্রযুক্তিগত আর পরিকাঠামোগত সুবিধা বৃদ্ধি , সংগে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সংযোগ দূরীকরন সহ একাধিক সমস্যা সুরাহা হতে চলেছে গতিশক্তি – ন্যাশানাল মাস্টারপ্ল্যানের আওতায়।
বুধবার দেশের প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করে জানান সরকারি সব কটি দপ্তর এক পোর্টালের আওতায় আসায় এখন থেকে আর দপ্তরগুলির মধ্যে কোনো সমন্বয়ের অভাব থাকবেনা ।
শুধু সরকারি প্রকল্পের উদ্বোধন করেই থেমে থাকেন নি , পাশাপাশি গত কংগ্রেস আমলে যে কাজের গতি , সমন্বয়ের চুড়ান্ত অভাব অভিযোগ ছিল তা একেবারে মিটিয়ে যেকোনো সরকারি প্রকল্প চট জলদি সম্পন্ন করে সরকারি কাজে গতি আসবে তা নিশ্চিত করলেন দেশের প্রধানমন্ত্রী।