January 21, 2021

আবহাওয়ার খবর

বর্ষা আসছে বাংলায়। যার জেরে বিভিন্ন এলাকায় চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও বহাল থাকবে অস্বস্তিকর গরম। হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়াসহ মধ্য বঙ্গীয় জেলাগুলিতে চলতে পারে তাপপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। সুতরাং, দেখেনিন সোমবারের আবহাওয়ার এক ঝলক :

•) সর্বোচ্চ তাপমাত্রা :- 34°সেন্টিগ্রেড 

•) সর্বনিম্ন তাপমাত্রা :- 27°সেন্টিগ্রেড 

•) আর্দ্রতা :- 84%

•) বৃষ্টিপাত :- 15%

•) বাতাসের বহমানতা:- প্রতি ঘন্টায় 5 কিমি 

•) আকাশ রৌদ্রজ্জল মেঘলা… অস্বস্তিকর গরম বহাল