October 30, 2020

ভারতের কথা উঠবে আজ নেপাল সংসদে

মঙ্গলবার নেপালের সংসদে বিতর্কিত সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হতে পারে বলে, সংবাদ সংস্থার খবর। এই আলোচনায় অতি অবশ্যই নেপালের যে মানচিত্রে ভারতের কিছু অংশ দেখানো নিয়ে ভারতের সংগে নেপালের সমস্যা দানা বেধেছে তা নিয়েও কথা উঠবে।ফলে চলতি বছরের গত ২২ শে মে নেপাল সংসদে যে  সংবিধান সংশোধনী বিল পঞ্জীকরন হয়েছিল সেদিনই তিন নম্বর পরিচ্ছেদটির পুনর্বিবেচনার জন্য বিল পেশ করা হয়েছিল। তা পুনরায় গত ৩১ শে মে পেশ করা হলে তা নিয়ে আলোচনার দিন স্থির হয় ৯ ই জুন।

মঙ্গলবার নেপালের আইন মন্ত্রী শিভময় টুমভাংপে সংসদে বিষয়টি পুনরায় আলোচনা করবেন।

 

 

PAYTM

GOOGLE PAY