October 30, 2020

বোটসোয়নায় করোনা নির্মুল। রোগী মাত্র ১

ভারতে যখন দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সেখানে দক্ষিণ আফ্রিকার বোটসোয়ান প্রায় করোনা মুক্ত।

বোটসোয়ানের হেলথ সার্ভিস ডিরেক্টর সংবাদমাধ্যমকে জানান, বর্তমানে বোটসোয়ানে মাত্র ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

ইতিমধ্যে অন্যান্য দেশ থেকে মোট ১৬ জন বোটসোয়ানে ফিরেছেন। তাদের মধ্যে মধ্যে ২ জনের দেহে করোনার জীবাণুর সন্ধান মিলেছিল।

এখনও পর্যন্ত সেখানে মোট ৪২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তাদের  মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং ২৪ জন সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে গিয়েছেন।

 

PAYTM

GOOGLE PAY