June 24, 2021

করোনা আবহে ভারতে ১২ বিলিয়ন ডলারের ডিল

সাধনা মিস্ত্রী: ২০২০ সালের প্রথমার্ধে দেশীয় সংযুক্তি ও অধিগ্রহণের ১২ বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে।

যা গত ছয় মাসে মোট এমএন্ডএ মানের অর্ধেকেরও বেশি।

প্রাইসওয়াটারহাউসকুপার্স তথ্যানুসারে,

জিও প্ল্যাটফর্মে ফেসবুকের ৫.৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ ২০২০ সালের প্রথমার্ধে সবচেয়ে বড় চুক্তি ছিল।

এটি ভারতের পরিপক্ক ই-কমার্সের স্থানটিকে তুলে ধরে এবং বেশ কয়েকটি ব্যান্ডওয়্যাগনে ঝাঁপিয়ে পড়া বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করেছিল।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ব্যাংকগুলির সহযোগিতায় ইয়েস ব্যাংকে ১.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ এই বছর অন্যতম বৃহত্তম চুক্তি ছিল।

যদিও কোভিড-১৯ সঙ্কট ভারতে বাড়তে থাকায় তা প্রভাবিত করেছে ভারতীয় অর্থনীতিকে। প্রভাব ফেলেছে GDP তেও।