May 17, 2021

এমআইটি এবার লিঙ্কড ইনের সঙ্গে

পিয়াসা করঃ এমাইটি স্কুল অফ ডিস্টেন্স লারনিং ইন্সটিটিউট অফ ইন্ডিয়া হল এমাইটি গ্রুপের  একটি অবিচ্ছেদ্য আংশ যা মহারাষ্ট্রে অবস্থিত।

এই স্কুল এ বহু ছাত্র ছাত্রী পড়াশুনা করে।

এখানে বহু ধরনের কোর্স সেখান হয়।

৫০০০ এর বেশি বিভিন্ন রকম কোর্স এর মাধ্যমে নিজেদের কেরিয়ার তৈর করতে সক্ষম।

সেই এমাইটি-এসডিই এবার একসাথে কাজ করবে।

এর ফলে পড়ুয়ারা ঘরে বসেই তাদের ইচ্ছামত বই পরতে পারবে।

ফলে তাদের পড়াশোনা আর সহজ ও অধীনস্ত হবে।