January 19, 2021

দুর্গাপূজায় বধ হবে করোনাসুর

বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাতে মা দুর্গার হাতে বধ হতে চলেছে করোনাসুর।

করোনাভাইরাস এর ক্ষতিকারক প্রভাব এর জর্জরিত বিশ্ববাসী।

পশ্চিমবঙ্গ বাদ যায়নি করোনার প্রকোপ থেকে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ছায়া ফেলেছে কোভিড ১৯।

প্রতিবছর দুর্গাপূজাতে বিভিন্ন রকমের থিম এবং নানান ধরনের প্যান্ডেল তৈরি করে পুজো কর্তৃপক্ষ।

এবছর পূজা প্যান্ডেলের থিমে থাকতে পারে করোনা ভাইরাসের সাথে মানুষের লড়াইয়ের প্রতিচ্ছবি।

গোটা দেশ করোনার বিরুদ্ধে যে লড়াই করছে দেবদেবীর মূর্তি নির্মানের মাধ্যমে সেই চিত্র তুলে ধরবে কুমোরটুলির মূর্তি নির্মাতারা।

কুমোরটুলির এক মূর্তি নির্মাতা ইন্দ্রজিৎ পাল জানিয়েছেন, করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাব পড়েছে সারা দেশের উপর।

মা দুর্গা এসে অসুভ করোনাসুরকে বধ করবেন।

কুমোরটুলির মহিলা মূর্তি নির্মাতা চায়না পাল মা দুর্গার অভায়া মূর্তি থেকে রুদ্র মূর্তি তৈরি করেছেন।

এ প্রসঙ্গে তিনি জানান পুরান অনুযায়ি রাক্ষস বধের সময় মা দুর্গা রুদ্র মূর্তি ধারণ করেছিলেন।

চেতলা অগ্রণী থিমের শিল্পী অনির্বাণ দাস মা দুর্গার চামুণ্ডা মূর্তি উপস্থাপন করবেন।

মায়ের হাতে রাখতে চান একটি জ্বলন্ত মাটির প্রদীপ।

এই প্রদীপ এর সাহায্যে তিনি বোঝাতে চান মা দুর্গা ভক্তদের উদ্দেশ্যে এই দুঃসময়ে থেকে বেরোনোর জন্য আশা রাখতে বলেছেন।

ভক্তদের ধৈর্য ধরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি।

শুধু মহামারি নয় পরিযায়ী শ্রমিকদের সমস্যার চিত্র ফুটে উঠবে শিল্পীদের হাতে।

পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরতে যে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার ছবিও তুলে ধরা হবে দেব-দেবীদের মূর্তির মাধ্যমে।