
জোর কদমে চলছে প্রস্তুতি।
কারণ আগামি ১৪ই সেপ্টেম্বর থেকে আবার শুরু হতে চলেছে কোলকাতা মেট্রো পরিষেবা।
আর যেহেতু এই মহামারির সময়ই এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে তাই যাত্রীদের সুরক্ষার দিকে বিশেষ ভাবে নজর রেখে সামাজিক দূরত্ম মেনে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভিন্ন জায়গায় টেপ দিয়ে মার্ক করা হয়েছে যাতে প্রত্যেক যাত্রী নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলেন।
মেট্রোর ভিতরে র দুরত্ব ঠিক রাখার জন্য বিকল্প আসনে “এখানে বসবেন না” স্টিকার আটকানো হয়েছে।
স্টেশনের ভেতরে যেমন সবয়ংক্রিয় স্যানিটাইজার(automatic sanitizer) নিষ্পত্তি ইউনিট ইন্সটল করা হয়েছে,স্টেশনের বাইরেও তেমন ভিড় সামলানোর জন্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
১৩ই সেপ্টেম্বর শুধুমাত্র নেট (National Eligibility cum Entrance Test or NEET)পরীক্ষার্থী এবং তাদের পরিবারবর্গের জন্য মেট্রো পরিষেবা চালু থাকবে।
প্রসংগত ,মার্চ মাসে পৃথিবীব্যাপী অতিমারির কারণে কেন্দ্র সরকারের কর্তৃক মেট্রোরেল পরিষেবা বন্ধ করা হয়েছিল।
এই আনলক ফোরে ৭ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হবার কথাও ছিল।
কিন্তু তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে।
More Stories
“অন্দরে প্রবেশ করে মেরেছি”, দলীয় কর্মীদের প্রশংসায় শুভেন্দু
বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র টালিগঞ্জ
পশ্চিমবঙ্গের কোভিড আপডেট