
গেরুয়া শিবিরে করোনার হানা, আক্রান্ত হলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।
মারণ ভাইরাসে আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিজের ফেসবুকে পেজে অসুস্থতার খবর জানান তিনি।
ফেসবুকে সাংসদ লিখেছেন, সংসদ অধিবেশন শুরুর আগেই করোনা পরীক্ষা করানোর নির্দেশ আসে তাঁর কাছে।
সেই অনুযায়ী কোভিড টেস্ট করার পর বৃহস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ আসে।
চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনের জন্য হোম আইসোলেশনে থাকবেন।
প্রয়োজনীয় চিকিৎসা চলছে, নিয়মিত ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
একইসঙ্গে গত ৭ দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে অনুরোধ করেছেন কমিউনিটি মেডিসিনের এই চিকিৎসক।
More Stories
এইবার অভিষেকের অফিসে প্রসূন কুণাল
“অন্দরে প্রবেশ করে মেরেছি”, দলীয় কর্মীদের প্রশংসায় শুভেন্দু
রাজ্যে কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, এখনও অনিশ্চিত