January 19, 2021

ভয়াবহ ভূমিধস কঙ্গোয়

ভয়াবহে ভূমিধস কঙ্গোয়।

শুক্রবার সন্ধ্যায় হঠাৎই কঙ্গোর পূর্বে কামিতুগায় ভূমিধস দেখা দেয়।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫০ জনের।

এখনও পর্যন্ত নিখোঁজ বহু।

মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু ও যুবক/যুবতি। উদ্ধারকার্য চলছে।