October 24, 2020

গুগুলে নেই পেটিএম!

অন লাইন পেমেন্ট সিস্টেমের সব চেয়ে বড়

প্রতিষ্ঠান পেটিএম কে সড়িয়ে দিল গুগুল।

গুগুল প্লে স্টোরে আপাতত তাই

দেখা মিলছে না এই সাইবার বস এর।

মূলত জুয়া সংক্রান্ত অজুহাতেই এমন সিদ্ধান্ত

গুগুল এর। তাদের সংগে পে টি এম এর যে

আভ্যন্তরীন চুক্তি রয়েছে,  সেখানে

জুয়া সংক্রান্ত কোনো ব্যবসায়িক লেনদেন করতে

পারবে না তারা। আর সে কারনেই আন্তর্জাতিক

অর্থনৈতিক লেনদেন করার পাশাপাশি বেশ কিছু

জুয়া খেলার সুযোগ এনেছিলো তারা।

শেষমেশ তাই এমন সিদ্ধান্তেই পৌঁছুতে হল গুগুলকে।

PAYTM

GOOGLE PAY