October 30, 2020

মুর্শিদাবাদে আটক ৬ আলকায়দা জঙ্গি

শনিবার সকালে মুর্শিদাবাদ থেকে আটক হয়েছে ৬ আলকায়দা জঙ্গি।

মুর্শিদাবাদে এনআইএয়ের পাতা ফাঁদে আটক হয়েছে তারা।

তাদের মধ্যে রয়েছে কলেজ পড়ুয়া, কারোর আবার দর্জির দোকান, কেউবা আবার শ্রমিকের কাজ করে।

তবে পরিচিতদের কথায় তাদের দেখে কখনও মনে হয়নি, তারা কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে।

সেই ভুলটাই ভাঙ্গে শনিবার সকালে।

আটক করা হয়েছে কলেজ পড়ুয়া আতিতুর রহমানকে।

স্থানীয়দের মতে সে এর্নাকুলামে আটক মোশারাফ হোসেনের ভাই।

এছাড়াও আটক করা হয়েছে লিউ ইয়েন আহমেদ, আবু সুফিয়ান, আল মামুন কামাল সহ আরও ২ জন।

এনআইএয়ের মতে সোশ্যাল মিডায়র মাধ্যমেই তারা জঙ্গি গোষ্ঠিতে যুক্ত হয়।

এই গ্রেফতারির ফলে দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাব্য জঙ্গি হামলা আটকানো গিয়েছে বলে মত এনআইএয়ের।

PAYTM

GOOGLE PAY