October 26, 2020

সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে পাকিস্তানে

সংখ্যালঘুদের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠছে পাকিস্তান।

ক্রমেই অত্যাচার বাড়ছে তাদের ওপর।

সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ইউএনএইচআরসি য়ের ৪৫ তম বর্ষে এমনটাই দাবি করেছেন পাকিস্তান মানবাধিকার মুখপাত্র অনিলা গুলজার।

তিনি জানান পাকিস্তানে হিন্দু ও খ্রিস্টান দের ওপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছে।

তাদের পাকিস্তানে থাকা অযোগ্য হয়ে উঠেছে।

তিনি পাকিস্তানে ধর্ম পরিবর্তনের জন্য সম্প্রতি ঘটে যাওয়া ১৪ বছর বয়সী মেহেক কুমারীর ওপর অত্যাচারের কথা উল্লেখ করেছেন।

এছাড়াও তিনি ৩৭ বছর বয়সী খ্রিস্টান আসিফ পারভেজ এর কথাও উল্লেখ করেন।

তিনি সংখ্যালঘুদের ভারতে আশ্রয়ের প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন।

PAYTM

GOOGLE PAY