October 30, 2020

দুর্গা পূজায় ই-পাস

এইবার দুর্গা পূজা দর্শনের ক্ষেত্রে লাগতে পারে ই-পাস।

বেশকিছু পূজা কমিটি এই বিষয়ে নিজেদের সমর্থন মন্তব্য রেখেছে।

দুর্গা পূজায় শহরের বেশকিছু বড়ো পূজা মণ্ডপের ক্ষেত্রে জনঢল সামাল দিতে মেট্রোর ক্ষেত্রে ইপাস এর প্রয়োজনিয়তার ব্যাক্ষা করেছে পূজা কমিটি গুলি।

মহানগরীর প্রায় ৩৫ টি পূজা কমিটি এই বিষয়ে নিজেদের সমর্থন জানিয়েছে।

বিশেষত সন্ধ্যা ৬ টা থেকে রাত ২ টো পর্যন্ত এই নিয়োম চালু করতে বিশেষ উৎসাহী তারা।

তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এইবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

PAYTM

GOOGLE PAY