October 24, 2020

১০ হাজার বৃক্ষ রোপণের লক্ষ পূর্ণ নিউটাউনে

আম্ফান পরবর্তীতে ১০ হাজার বৃক্ষ রোপণের লক্ষ পূর্ণ করল নিউটাউন।

নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সংবাদ।

সরকারের তরফ থেকে জানানো হয়েছিল আম্ফানের ফলে প্রায় ৪,৬৪৭ টি গাছের ক্ষতি হয় নিউটাউনে।

তাঁর পরবর্তীতেই শহরকে ফের সুবুজ করে তোলার লক্ষে পদক্ষেপ নেয় সরকার।

এইবিষয়ে এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন জানান আম্ফান পরবর্তী শহরকে সবুজায়ন করে তুলতেই তাদের এই প্রচেষ্টা।

PAYTM

GOOGLE PAY