October 24, 2020

বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।

এই শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যেই গতবছর বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার কথা মনে করিয়ে দিলেন তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার পথিকৃৎ এবং বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

তিনি লিখেছেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

দয়ার সাগর আজীবন বিধবা বিবাহ প্রচলন এবং বাল্যবিবাহ রোধ করার জন্য লড়াই করেছেন।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটান।

২০১৯ সালের মে মাসে লোকসভা নির্বাচনের সময় বিজেপির তত্ত্বাবধানে অমিত শাহের একটি রোড শো চলে।

সেই সময় কলকাতায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।

কয়েক জন দুষ্কৃতী বিদ্যাসাগর কলেজের ভেতর ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়।

পরবর্তীতে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির সম্পর্কের মধ্যে বেশ আলোড়ন তৈরি করে।

PAYTM

GOOGLE PAY