October 24, 2020

এমপিসি সভা স্থগিত করল RBI

আপাতত এমপিসি সভা স্থগিত রাখার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বৈঠক হওয়ার কথা ছিল।

সোমবার সেন্ট্রাল ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানায় সভার নতুন তারিখ তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

করোনা ভাইরাসের ক্ষতিকারক প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতির উপর।

চলতি বছরের প্রথম দিকে জিডিপি কমেছে ২৩.৯ শতাংশ।

ভারতীয় অর্থনীতিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য RBI আগামী বছরের শুরু থেকেই সুদের হারের উপর জোর দেবে।

PAYTM

GOOGLE PAY