October 24, 2020

করোনা আক্রান্ত,আতঙ্কে আত্মঘাতী

করোনা রিপোর্ট পজিটিভ।

আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।

ঘটনাটি ঘটে নদীয়া চাকদহ এলাকায়।

গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন দিলীপ বিশ্বাস (৬২) নামে ওই ব্যক্তি।

চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে সোমবার দিলীপবাবু ও তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়।

বিকালে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন দিলীপবাবু।

করোনার আতঙ্কে মঙ্গলবার ভোররাতে বাড়ির আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।

মৃতের স্ত্রী জানান করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই একটু অন্যরকম হয়ে যান দিলীপবাবু।

কথা বলা প্রায় বন্ধ করে দেন তিনি।

স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এতে তার আতঙ্ক আরও বেড়ে যায়।

ভোররাতে দিলীপ বাবুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা পাড়ায় খোঁজ করেন।

অবশেষে সকালে আম গাছে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে।

মৃতদেহ অনেকক্ষণ ওই অবস্থাতে পড়ে থাকার পর চাকদা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।

PAYTM

GOOGLE PAY