October 24, 2020

ফের সংঘর্ষে পাকিস্তান

ফের সংঘর্ষে পাকিস্তান এবার যুদ্ধ আজারবাইজান সেনাবাহিনীর সাথে।

ঘটনা টি ঘটেছে আজারবাইজানের আগডমে।

ঠিক এমনই তথ্য উঠে এল দুই সেনার একটি টেলিফোনিক কথোপকথনে।

সূত্রের খবর,আজারবাইজানের দুই সেনা তাদের মধ্যে টেলিফোনে কথা বলছিলেন।

এরই মধ্যে তাদের এলাকায় পাকিস্তানি সৈন্যদের উপস্থিতির কথা উঠে আসে।

গতকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার সৈন্যদের মধ্যে যুদ্ধ বাধে।

দুই সেনার কথোপকথনে ফুটে ওঠে যুদ্ধের চিত্র।

যুদ্ধ পরিস্থিতিতে পাক সেনাদের আটক করেছে আজারবাইজান সেনাবাহিনী।

ফোনকল টি সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত,১৯৯১ সাল থেকে আর্মেনিয়া আর আজারবাইজান এর মধ্যে নগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলছে।

এই অঞ্চল টিতে আর্মেনিয়া সংখ্যাগরিষ্ঠ মানুষের বাস।

এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা তৎকালীন সোভিয়েত আজারবাইজানের থেকে স্বাধীনতা দাবী করে আসছে।

অঞ্চল টি আজারবাইজানে অবস্থিত হলেও ১৯৯৪ সাল থেকেই শাসন করে আসছে আর্মেনিয়া বাহিনি।

বিষয়টির মীমাংসার জন্য রাশিয়া, ইরান ও ইউরোপের দেশগুলি যুদ্ধ থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে।

বিষয় টি নিয়ে সোমবার জাতিসংঘের প্রধান আন্তনিও গুতেরেস দুই দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

PAYTM

GOOGLE PAY