October 26, 2020

বাবরিতে বেকসুর খালাস

দীর্ঘ ২৮ বছর পর অবশেষে এলো বাবরি ধ্বংস মামলার রায়।

অভিযুক্তদের মধ্যে ছিলেন মুরলী মনোহর যোশী এবং লালকৃষ্ণ আডবানি সহ একাধিক বিজেপির শীর্ষ নেতারা।

সকল অভিযুক্তদের বেকসুর খালাস করল আদালত।

৩২ জন অভিযুক্তের মধ্যে ২৬ জন উপস্থিত ছিলেন আদালতে।

করোনার কারণে সবাই আদালতে পৌঁছাতে পারেননি।

বিচারক জানিয়েছেন কোনো অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই।

যে সব ব্যক্তিরা মন্দিরের চূড়ায় উঠে ছিল তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা।

তিনি আরও জানান বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত নয়, আচমকাই ঘটে।

১৯৯২ সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার আইনি লড়াই শেষ হলো এত দিন পর।

PAYTM

GOOGLE PAY