October 30, 2020

বেআইনি কল সেন্টার, কলকাতায় আটক ২

সোমবার বেআইনি কল সেন্টার চালনার অভিযোগে সল্টলেক থেকে ২ জন আটক করে পুলিশ।

অভিযোগ এই কল সেন্টার থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেআইনি র্যা কেট চালাত অভিযুক্ত ২ জন।

যা সরকারের পক্ষে খুবই মন্দা জনক।

এই বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ দফতরকে জানান এক টেইকমিউনিকেশন অফিসার।

তারপরেই তদন্তে নেমে মহিত সিং(২৯) ও মোহম্মদ শাদাব(২৮) নামের দুই জনকে আটক করেছে বিধান নগর পুলিশ।

অভিযুক্তদের সল্টলেক কোর্টে তোলা হয়। মঙ্গলবার তাদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সল্টলেক থানা।

PAYTM

GOOGLE PAY