October 26, 2020

রবীন্দ্রকাহিনী অবলম্বনে ‘মায়ামৃগয়া’

সাহিত্য থেকে সিনেমা, এই ঘটনা প্রথমবার ঘটেনি।

আবারও এক বাংলা সিনেমা তৈরি হতে চলেছে সাহিত্যের উপর ভর করে।

রবীন্দ্রনাথের ‘দুই বোন’ অবলম্বনে আসছে ‘মায়ামৃগয়া’।

সিনেমাটি পরিচালনা করবেন শুভ্রজিৎ মিত্র।

ছবিতে দুই বোন অর্থাৎ শর্মিলা ও ঊর্মিলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী কে।

এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকেয়ার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

শশাঙ্কের চরিত্রে থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

ছবিতে গানের দিকে থাকছেন বিক্রম ঘোষ, শিল্প নির্দেশনায় ইন্দ্রজিৎ ঘোষ।

পোশাকের দিকে থাকবেন রিমি নায়েক, সন্দীপ সরকার, নবনীতা চৌধুরী।

ছবির কোরিওগ্রাফার দেবলীনা কুমার এবং সিনেমাটোগ্রাফি করছেন তিয়াসা সেন।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

এর আগেও বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘অপু ট্রিলজি’অবলম্বনে ছবি বানিয়ে ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘অপরাজিত’ উপন্যাসকে নিয়েও ছবি তৈরি করেছেন তিনি।

করোনার কারণে সিনেমাটি মুক্তি পায়নি।

সেখানে অপুর ভূমিকায় থাকবে অভিনেতা অর্জুন চক্রবর্তী।

সাথে থাকবেন দিতিপ্রিয়া রায়ও।

লকডাউন শিথিল হওয়ার পর আবার শুটিং চালু হতেই পরিচালক নতুন ছবির কথা ঘোষণা করে ফেললেন।

‘মায়ামৃগয়া’ ছবির শুটিংয়ের জন্য যে জায়গাগুলি বাছাই করা হয়েছে তা হল শান্তিনিকেতন,মুর্শিদাবাদ এবং আলমোড়া।

রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্যায়ে এসে এই উপন্যাস লিখেছিলেন।

পরিচালক জানিয়েছেন সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষেই ছবির শুটিং শুরু হয়ে যাবে।

PAYTM

GOOGLE PAY