October 30, 2020

দীপাবলির জন্য তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স

বাংলায় শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম।

সামনেই আসতে চলেছে দুর্গা পূজা ও দীপাবলির মতো বাংলার সেরা উৎসব গুলি।

করোনা আবহে দীর্ঘ বেশকিছু মাস বন্ধ থাকার পর এইবার ফের শহরে খুলতে পারে বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলি।

এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে।

এইবার মাল্টিপ্লেক্স গুলি পুরো প্রস্তুতির সঙ্গেই তোরজোর শুরু করেছে দীপাবলির।

সমস্ত রকম করোনা বিধি মেনেই খুলবে মাল্টিপ্লেক্স গুলি।

PAYTM

GOOGLE PAY