November 26, 2020

ডেবিট ও ক্রেডিট কার্ডে নয়া নিয়ম

‘ডিজিটাল ইন্ডিয়ার’ বাস্তবায়নের পথে ক্রমবর্ধমান ভারতবর্ষ।

এমত অবস্থায় অর্থনৈতিক লেনদেনর ক্ষেত্রেও ডিজিটাল মাধ্যমের ওপর জোর দিচ্ছেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার সঙ্গেই বাড়ছে অর্থনৈতিক জালিয়াতির ঘটনাও।

এইবার এই জালিয়াতির সংখ্যা কমাতেই নয়া নিয়ম চালু হল দেশ জুরে।

ডেবিট ও ক্রেডিট কার্ডের পরিষেবার ক্ষত্রে চালু হল একগুচ্ছ নয়া নিয়ম।

এইবার থেকে ডিবিট ও ক্রেডিট কার্ডে কি কি পরিষেবা তারা চান তা ঠিক করবেন গ্রাহকরাই।

এই নয়া নিয়ম গুলি হল,

১)এখন থেকে নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড শুধু দেশের ভিতরের লেনদেনের জন্য এটিএম ও পয়েন্ট অব সেল টার্মিনালে ব্যবহার করা যাবে।

২)লেনদেনের সীমা কি হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক নিজেই।

৩)অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন, সংযোগহীন লেনদেনের মত পরিষেবা গুলি গ্রাহক নিতে চান কিনা তা ঠিক করবেন গ্রাহক নিজেই। গ্রাহক নিজের মতো করে এগুলিকে অপ্ট ইন ও অপ্ট আউট করতে পারবেন।

৪) গ্রাহক না চাওয়া পর্যন্ত ডেবিট বা ক্রেডিট কার্ডের পরিষেবা বন্ধ থাকবে।

৫)আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে জানিয়ে অনায়াসেই লেনদেন করতে পারবে গ্রাহক।

৬) সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে কোন কোন পরিষেবা গ্রাহক নিতে চান তা গ্রাহক নিজেই বেছে নিতে পারবেন।

PAYTM

GOOGLE PAY