November 26, 2020

ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্সের মিনডোরো প্রদেশ

শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মিনডোরো প্রদেশ।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে মিনডোরা প্রদেশের লুক শহরের ২১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এই ভূমিকম্প হয়েছে।

জানা গিয়েছে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কিছু হয়নি।

সুত্রের খবর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

PAYTM

GOOGLE PAY