November 26, 2020

ভয়াবহ সুনামির পূর্বাভাস

আলাস্কায় ভয়াবহ সুনামির পূর্বাভাস।

আলস্কার দক্ষিণ পশ্চিম কোস্টে এই সুনামির তীব্রতা সর্বোচ্চ থাকবে জানালো ইউএস সরকার।

সোমবার ইউএস সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আলাস্কা সংলগ্ন সমূদ্রের ২৫ মাইল গভীরে ইতিমধ্যেই ৭.৫ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছে।

তার জেরেই এই ভায়াবহ সুনামির উৎপত্তি।

জনসাধারণকে দ্রুত সুরক্ষিত স্থানে স্থানান্তরিত হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

PAYTM

GOOGLE PAY