November 26, 2020

শারদীয়ায় সফল হচ্ছে পূর্বাভাস

মর্তে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ।

মা-য়ের আগমনে সেজে উঠেছে ধরাধাম।

তারই মধ্যে সফল হতে শুরু করেছে পূর্বাভাস।

ষষ্ঠী থেকেই শুরু হয়ে গিয়েছে নিন্মচাপ।

ফলে বৃষ্টির ফোঁটায় ভিজছে আগমনীর পদধূলি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আবাহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল দুর্গা পুজোর দিন গুলিতে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এইবার সেই সম্ভাবনাই সত্যি হচ্ছে।

সকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী অঞ্চল সহ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।

উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলেই এই বৃষ্টি।

যার বর্তমান অবস্থান অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি।

তবে এইখান থেকেই অভিমুখ বদলে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে এই নিম্নচাপ।

ফলে আজ থেকেই পুজোর দিনগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।

 

ছবি সৌজন্যে, জয়তী সেনগুপ্ত।

PAYTM

GOOGLE PAY