November 26, 2020

ফের এক হতে চলেছে ২ বাঙলা

বিশ্বব্যাপি করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৭ মাস পর ফের এক হতে চলেছে ২ বাঙলা।

মিলতে চলেছে ২ বাঙলার হৃদয়।

নতুন করে শুরু হতে চলেছে কলকাতা-ঢাকা বিমান পরিষেবা।

আগামী ২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে এই পরিষেবা।

মূলত ব্যবসায়িক গুরুত্বই প্রাধান্য পাবে বর্তমানে।

PAYTM

GOOGLE PAY